টেন মিনিট স্কুলের নতুন স্কিল ডেবেলপমেন্ট কোর্স Data Entry দিয়ে Freelancing.

Joyeta Banerjee

CEO, TalkStory; Top Rated Freelancer at Upwork; Freelancing Instructor at 10 Minute School 


Data Entry দিয়ে Freelancing
Data Entry দিয়ে Freelancing




কোন IT স্কিল জানা নেই, ফ্রিল্যান্সিং সম্পর্কেও কোনো অভিজ্ঞতা নাই। আবার শুধু চাকরি করে ভালো টাকা আয় করতে পারছেন না। যদি আপনিও একটা ভালো লাইফস্টাইলের জন্য ও পরিবারকে সাপোর্ট করার জন্য ফ্রিল্যান্সিং করতে চান অথবা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য।

ডাটা এন্ট্রির এই কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো জটিল স্কিল না শিখিয়ে সহজে বাসায় বসে ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং করে আপনি মার্কেটপ্লেসের যোগ্য হয়ে উঠবেন। এর জন্য আপনার খুব ভালো কোন ডিভাইস বা IT Skill-এর প্রয়োজন নেই। একজন শিক্ষার্থী যেনো প্রফেশনালভাবে কাজ শিখে এবং সঠিকভাবে ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন শুরু করতে পারে সেটাই এই কোর্সের মূল উদ্দেশ্য। স্টুডেন্ট থাকা অবস্থায় আয় করে স্বাবলম্বী হতে অথবা এক্সট্রা ইনকাম করে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আপনিও এই কোর্সে ভর্তি হয়ে সহজেই ডাটা এন্ট্রির কাজ শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ভালো উপার্জন করতে পারবেন।

 

এই কোর্সটি থেকে যা শিখবেন

  • খুব সহজে ডাটা এন্ট্রি এর স্কিল শিখতে পারবেন যা আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের যোগ্য করে তুলতে সাহায্য করবে।
  • প্রফেশনালভাবে কাজ শিখে ফ্রিল্যান্সিং জগতে টাকা উপার্জন করতে পারবেন।
  • কোনো Advance Technology / IT Skill ছাড়াই ফ্রিল্যান্সিং এর কাজ করার সহজ সব টেকনিক শিখতে পারবেন।
  • ডাটা এন্ট্রি শিখে কিভাবে কাজ পেতে হবে ও পেমেন্ট নেওয়ার সব তথ্য বিস্তারিত জানতে পারবেন।   

 কোর্সটি সফলভাবে শেষ করলে আপনার জন্য আছে সার্টিফিকেট যা আপনি-

  • আপনার সিভিতে যোগ করতে পারবেন
  • লিংকডইন প্রোফাইলে সরাসরি শেয়ার করতে পারবেন
  • ফেসবুকে এক ক্লিকেই শেয়ার করতে পারবেন   

 

বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি বহুল পরিচিত শব্দ।  ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে যেকোনো ব্যক্তি দেশের 

অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে পারে। বাংলাদেশে বর্তমানে সফল ফ্রিল্যান্সারের সংখ্যা ৬ লাখেরও

বেশি। আর নতুন অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সার হয়ে আয় করতে চান। তবে কিভাবে তা করতে হয়, 

এর শুরুটা কোথায়, তা অধিকাংশেরই অজানা।🤔 


ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই স্বাধীনভাবে উপার্জন করতে আগ্রহী সকলের জন্য টেন মিনিট স্কুল নিয়ে

এসেছে‘ঘরে বসে Freelancing’ কোর্সটি। বেসিক থেকে অ্যাডভান্সড, ফ্রিল্যান্সিং

এর খুঁটিনাটি শিখতে আজই ভর্তি হয়ে 

যান কোর্সটিতে।

 

Data Entry দিয়ে Freelancing কোর্সটির সম্পর্কে বিস্তারিত জানতে এবং কোর্সটি ক্রয় করতে Click Here